ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা ও অপকারিতা - ডার্মা রোলার এর দাম ও ব্যবহার করার নিয়ম

পাপায়া সাবান এর উপকারিতা ও অপকারিতা - পেপে সাবান বানানোর নিয়মডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানতে চলেছি। আপনি যদি ডার্মারোলার ব্যবহারের উপকারিতা সম্পর্কে বিস্তারিত জানতে চেয়ে থাকেন তাহলে এই আর্টিকেলটি আপনার জন্যই। এ সম্পর্কে বিস্তারিত জানতে আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ুন।

ডার্মা-রোলার-ব্যবহার-করার-উপকারিতা-ও-অপকারিতা
ডার্মা রোলার হলো এমন এক ধরনের ছোট্ট একটি মেশিন যেটার মধ্যে রয়েছে অসংখ্য ছোট ছোট সুঁই। আমাদের ত্বকে এই ক্ষুদ্র মেশিনটি ব্যবহারের ফলে বেশ কিছু উপকারিতা পাওয়া যায়। তাই এই আর্টিকেলে ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা এবং ডার্মা রোলার এর দাম এবং এই সম্পর্কে আরো বিস্তারিত তথ্য আলোচনা করা হয়েছে।

পেজ সূচিপত্রঃ ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা ও অপকারিতা

নিচের যে অংশে পড়তে চান, ক্লিক করুন

ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা

ডার্মা রোলার ব্যবহারের উপকারিতা সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। ডার্মা রোলার ব্যবহারের পূর্বে আমাদের জানতে হবে যে ডার্মা রোলার কি এবং এটি কি কাজ করে। ডার্মা রোলার হলো একটি ছোট্ট মেশিন যে মেশিনে অনেকগুলো ছোট ছোট সুঁই রয়েছে। তাই যখন এই মেশিনটি আমাদের ত্বকে ব্যবহার করা হয় তখন এই সুঁই গুলোর মাধ্যমে আমাদের ত্বকে অসংখ্য ছোট ছোট ছিদ্র হয়। যার ফলে ত্বকে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় এবং এর ফলে নানা ধরনের উপকারিতা পাওয়া যায়। নিচে ডার্মা রোলার ব্যবহার করার যাবতীয় উপকারিতা গুলো বিস্তারিত আলোচনা করা হলো-

চুল পড়া বন্ধ ও নতুন চুল গজাতে সাহায্য করেঃ চুল পড়া আমাদের অনেক বড় একটি সমস্যা। চুল পড়া সমস্যা নিয়ে অনেকেই ভোগে। অল্প বয়স থেকে শুরু করে মাঝ বয়সী লোকেরও চুল পড়ার সমস্যা দেখা দেয়। চুল পড়ার কারণ হলো আমাদের ত্বকের অনেকগুলো কোষ রয়েছে যেগুলো মরে যায়। যার ফলে ধীরে ধীরে চুল পড়া বাড়তে থাকে এবং অবশেষে মাথায় টাক পড়ে যায়।

চুল পড়ার সমস্যা সমাধানের জন্য অনেকেই নানা ধরনের তেল, ঔষধ ব্যবহার করে থাকেন কিন্তু কোন উপকার পাওয়া যায় না। আবার কিছু কিছু তেল ব্যবহার করে উপকারিতা পেলেও সেটা খুব বেশি নয়।তবে আপনি যদি নিয়ম মত এই ডার্মা রোলার আপনার মাথায় ব্যবহার করতে পারেন তাহলে ধীরে ধীরে আপনার মাথার চুল পড়া বন্ধ করতে সাহায্য করে এবং সেই সাথে মাথার মৃত কোষগুলোর রক্ত সঞ্চালন বৃদ্ধি করে নতুন চুল গজাতে সাহায্য করে।

ব্রণ এর দাগ দূর করতে সাহায্য করেঃ ব্রণের সমস্যার কারণে অনেকের মুখের চেহারা নষ্ট হয়ে যায়।যার কারণে তারা নানা ধরনের ক্রিম বা ঔষধ ব্যবহার করে। ব্রণের সমস্যার সমাধান পেতে যদি নিয়ম অনুসারে মুখে এই ডার্মা রোলার ব্যবহার করা যায় তাহলে ধীরে ধীরে ব্রনের এই সমস্যা থেকে সমাধান পাওয়া যাবে।

চেহারায় বয়সের ছাপ কমাতে সাহায্য করেঃ বয়স বাড়ার সাথে সাথে মানুষের শরীরের ত্বক এবং চেহারায় এক ধরনের ভাজ পড়ে যায়। যার কারণে বয়স্ক লোক এটা বুঝা যায়। যদি মুখে ডার্মা রোলার ব্যবহার করা যায় তাহলে চেহারার বা মুখের মৃত কোষ গুলো ধ্বংস হয়ে যায় এবং রক্ত সঞ্চালনের ফলে ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পায় এবং চেহারায় বয়স্কের ছাপ দূর হয়।

দাড়ি গজাতে সাহায্য করেঃ অনেকের দেখা যায় যে দাড়ি পাতলা হয় আবার অনেকের দাড়ির মাঝে গ্যাপ থেকে যায়। যাদের এই ধরনের সমস্যা রয়েছে তাদের জন্য এই ডার্মা রোলার বেশি কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। কেননা দাড়িতে এই ডার্মা রোলার ব্যবহার করার ফলে মুখের মৃত কোষগুলো ধ্বংস হওয়ার ফলে রক্ত সঞ্চালন বৃদ্ধি পায় যার কারণে নতুন দাড়ি গজাতে সাহায্য করে এবং দাড়ির যে অংশে গ্যাপ রয়েছে সেই গ্যাপগুলো ধীরে ধীরে পূরণ হয়ে যায়।

ত্বকের পোড়া ও কাটা দাগ দূর করতে সাহায্য করেঃ যাদের ত্বকে দীর্ঘদিন ধরে কাটা দাগ ও পুড়ে যাওয়ার দাগ রয়েছে তারা যদি এই ডার্মা রোলার ব্যবহার করে তাহলে ধীরে ধীরে পোড়া ও কাটা দাগ দূর হয়ে যাবে।

ডার্মা রোলার এর কাজ কি

ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা ও অপকারিতা ডার্মা রোলার এর কাজ কি অনেকেই জানে না। ডার্মা রোলার হলো ছোট একটি মেশিন যেটার মধ্যে রয়েছে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র সুঁই যা অনেক কার্যকরী। কেননা এই সুঁইগুলোর মাধ্যমে ত্বকে অসংখ্য ছোট ছোট ছিদ্র হয় এবং ত্বকের রক্ত সঞ্চালন বৃদ্ধি করে যার ফলে ত্বকের মৃত কোষ ধ্বংস হয়ে যায় এবং নতুন কোষের জন্ম হয়।

ডার্মা রোলার এর কাজ হলো এটি ব্যবহারের কারণে ত্বকের ব্রণের দাগ, কেটে যাওয়ার দাগ, পুড়ে যাওয়া দাগ দূর হয়ে যায়। আবার যাদের মাথার চুল ধীরে ধীরে পড়ে যাচ্ছে অথবা দাঁড়ি পাতলা এবং দাড়িতে গ্যাপ রয়েছে তাদের জন্য এই ডার্মা রোলার অনেক কার্যকরী এবং গুরুত্বপূর্ণ। কেননা মাথায় এবং দাড়িতে এই ডার্মা রোলার ব্যবহার করার কারণে চুল পড়া কমাতে সাহায্য করে এবং নতুন চুল গজাতে সাহায্য করে।

ডার্মা রোলার কি চুল গজানোর কাজ করে

ডার্মা রোলার কি চুল গজানোর কাজ করে এ সম্পর্কে অনেকের মনে প্রশ্ন জাগে। আপনি যদি আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়েন তাহলে অবশ্যই বুঝতে পারবেন যে ডার্মা রোলার ব্যবহারের উপকারিতা গুলো কি কি। ডার্মা রোলার ব্যবহারের ফলে অনেক উপকার পাওয়া যায়। তার মধ্যে একটি হলো এটি চুল পড়া কমানোর পাশাপাশি নতুন চুল গজাতে সাহায্য করে। তাই যারা ভাবেন যে ডার্মা রোলার কি আসলেই চুল গজানোর কাজ করে কিনা তারা নিশ্চিন্তে এটি আপনার ত্বকে ব্যবহার করতে পারেন।

ডার্মা রোলার কি নিরাপদ

ডার্মা রোলার নিরাপদ কিনা এ সম্পর্কে অনেকের মনে প্রশ্ন জাগে। আসলে ডার্মা রোলার এমন একটি মেশিন এবং এটি ব্যবহারের এমন একটি প্রক্রিয়া যেটার মাধ্যমে প্রাকৃতিকভাবে মানবদেহের ত্বকের চিকিৎসা করা হয়। যার কারণে এটি সম্পূর্ণ নিরাপদ বলে মনে করা হয়। তবে এটি ব্যবহারের জন্য এর সকল নিয়মগুলো আপনাকে অবশ্যই মেনে চলতে হবে।

নতুবা নিয়মের বাইরে গিয়ে এটি ব্যবহারের ফলে আপনার ত্বকের জন্য ক্ষতিকর হয়ে দাঁড়াতে পারে। তবে আপনি যদি এটি ব্যবহারে সঠিক নিয়ম জানেন এবং নিয়ম মত এটি ব্যবহার করতে পারেন তবে অবশ্যই এই প্রাকৃতিক ভাবে আপনার ত্বকের যাবতীয় উপকারিতা বয়ে আনবে এবং সেটি আপনার জন্য সম্পূর্ণ নিরাপদ হবে।

প্রতিদিন ডার্মা রোলার ব্যবহার করা যাবে কি

ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা ও অপকারিতা প্রতিদিন ডার্মা রোলার ব্যবহার করা যাবে কিনা এ সম্পর্কে অনেকেই জানতে চেয়ে থাকেন।আসলে এ সম্পর্কে জানতে হলে আপনাকে আগে ডার্মা রোলার ব্যবহারের সঠিক নিয়ম জানতে হবে। এটি ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে। যা পরবর্তীতে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তবে আপনার প্রশ্ন যদি এরকম হয় যে ডার্মা রোলার প্রতিদিন ব্যবহার করা যায় কিনা তাহলে এর উত্তর হলো না।

এটি শুধুমাত্র সপ্তাহে ২-৩ বার ব্যবহারই যথেষ্ট। ত্বকে প্রতিদিন ডার্মা রোলার ব্যবহারের ফলে ত্বকের নানা ধরনের ক্ষতি হতে পারে যার কারণে এটি প্রতিদিন ব্যবহার করা যাবে না। তাই সপ্তাহে ২-৩ ব্যবহার করলেই এর যাবতীয় উপকারিতা পাওয়া যাবে বলে আশা করা যায়।

ডার্মা রোলার কত বছর বয়সে ব্যবহার করতে হয়

ডার্মা রোলার কত বছর বয়সে ব্যবহার করতে হয় এ সম্পর্কে জেনে নেওয়া অত্যন্ত জরুরী।কেননা এটি ব্যবহারের বেশ কয়েকটি নিয়ম রয়েছে। আগে জানতে হবে যে ডার্মা রোলার কি জন্য ব্যবহার করতে হয়। ডার্মা রোলার ব্যবহার করা হয় মূলত ত্বকের যেকোন ব্রনের, কাটা বা পোড়া দাগ সারানোর জন্য এবং মাথার চুল পড়া কমাতে এবং নতুন চুল গজানোর জন্য।

ডার্মা-রোলার-ব্যবহার-করার-উপকারিতা-ও-অপকারিতা
আবার পাতলা দাড়িয়ে ঘন করতে এবং দাড়ির মাঝে গ্যাপ পূরণ করতে এটি ব্যবহার করতে হয়।তাহলেই বোঝা যাচ্ছে যে এটি মূলত যারা প্রাপ্তবয়স্ক তাদের জন্য বেশি কার্যকরী। কেননা বাচ্চাদের এরকম চুল পড়া রোগ অথবা ব্রণের দাগ এবং দাড়ি ঘন করার মতো তেমন কোন সমস্যা থাকে না। যাদের এসব সমস্যাগুলো থাকে তারা মূলত প্রাপ্তবয়স্ক হয়ে থাকে।

তাই যাদের এসব সমস্যা করে রয়েছে তারা এটি ব্যবহার করতে পারবে। তবে যদি কখনো বাচ্চাদের ক্ষেত্রে এটি ব্যবহার করতে হয় তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে তারপর ব্যবহার করবেন।কেননা বাচ্চাদের ত্বক অনেক সেনসিটিভ হয়ে থাকে যার কারণে এটি ব্যবহারের ফলে তাদের ত্বকের ক্ষতি হতে পারে।

ডার্মা রোলার চুলে কাজ করতে কত সময় লাগে

ডার্মা রোলার চুলে কাজ করতে কত সময় লাগে এ সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। চুলে ডার্মা রোলার ব্যবহার করে চুল গজাতে অথবা চুলে কাজ করতে কত দিন সময় লাগে সেটা নির্ভর করে আপনার চুল পড়ার ধরন, চুল পড়ার তীব্রতা, আপনার শরীরের নিরাময়ের প্রতিক্রিয়া ইত্যাদির উপর।

এছাড়াও আরও একটি বিষয়ে নির্ভর করে সেটা হলো যে আপনি কি মানের ডার্মা রোলার ব্যবহার করছেন সেটার উপর। তবে সাধারণভাবে বলা যায় যে ডার্মা রোলার ব্যবহারে চুলে কাজ করতে সময় লাগে প্রায় ২-৬ মাস। ডার্মা রোলার ব্যবহারের ফলে এই সময়ের ভিতরে নতুন চুলের বৃদ্ধির ফলাফল দেখতে পাবেন আশা করা যায়।

চুলের জন্য সবচেয়ে ভালো ডার্মা রোলার কোনটি

চুলের জন্য সবচেয়ে ভালো ডার্মা রোলার কোনটি এ সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানবো। ডার্মা রোলার আসলে কয়েক রকমের হয়। কেননা এই ডার্মা রোলার শুধুমাত্র যে চুলের জন্য ব্যবহার করা হয় তা কিন্তু নয়। মাথার চুল ছাড়াও মুখের ত্বকে এছাড়াও শরীরের যে কোন কাটা ও পোড়া দাগের জন্য এই ডার্মা রোলার ব্যবহার করা যায়।

তবে এই প্রশ্নটা অনেকের মাথায় ঘুরপাক খায় যে চুলের সমস্যা থেকে রক্ষা পেতে কোন ডার্মা রোলার টি সবচেয়ে ভালো হবে। চুলের জন্য অথবা চুল পড়ার জন্য সবচেয়ে ভালো ডার্মা রোলার টি হচ্ছে ০.৫ মিমি ডার্মা রোলার। এই ০.৫ মিমি ডার্মা রোলার এ সূচের দৈর্ঘ্য কিছুটা বেশি থাকে এবং খুব সহজেই ত্বকের গভীরে প্রবেশ করতে পারে। যার ফলে এই সুচ গুলো চুলের ফলিক গুলিকে তার উদ্দীপনা প্রদান করে এবং নতুন চুল গজানোর জন্য আরও কার্যকরী ভূমিকা পালন করে।

ব্রণের দাগের জন্য কোন ডার্মা রোলার ভালো

ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা ও অপকারিতা ব্রণের দাগের জন্য কোন ডার্মা রোলার ভালো এ সম্পর্কে চলুন জেনে নিই। ডার্মা রোলার যে এক রকমের হয় না তা আমরা উপরের আলোচনা থেকে জেনেছি। কেননা মাথার চুল, দাড়ি, মুখের ত্বকে এবং শরীরে যে কোন কাটা বা পোড়া দাগ সরাতে এটি ব্যবহার করা হয়ে থাকে। আমরা উপরের আলোচনা থেকে আরো জেনেছি যে মাথার চুলের জন্য কোন ডার্মা রোলার সবচেয়ে ভালো হবে।

তবে এবার আমরা জানবো যে ব্রণের দাগের জন্য কোন ডার্মা রোলার ভালো হবে।ব্রণের দাগের জন্য ভালো ডার্মা রোলার হলো স্ট্যান্ডার্ড ডার্মা রোলার। এই ডার্মা রোলার এ ৮টি সারি রয়েছে যেখানে মোট ১৯২ টি ক্ষুদ্র ক্ষুদ্র সূচ রয়েছে। এই ডার্মা রোলার টি হলো ০.৫-১.৫ মিমি দৈর্ঘ্যের।

ডার্মা রোলার ব্যবহার করার নিয়ম

ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা ও অপকারিতা ডার্মা রোলার ব্যবহার করার নিয়ম সম্পর্কে এখন আমরা বিস্তারিত জানব।উপরে আলোচনা থেকে আমরা ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা এবং আরো কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনেছি। ডার্মা রোলার ব্যবহার করার নিয়ম অনেকেই জানেনা। ডার্মা রোলার ব্যবহারের পূর্বে কয়েকটি নিয়ম আপনাকে অনুসরণ করতে হবে। যেমন-

  • ডার্মা রোলার মাথায় এবং শরীরের ত্বকে ব্যবহার করার জন্য প্রথমে অবশ্যই এই ডার্মা রোলারটি ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। এটি ভালোভাবে পরিষ্কারের জন্য আপনি চাইলে অ্যালকোহল দিয়ে পুরোপুরি জীবনের মুক্ত করতে পারেন। অ্যালকোহল ছাড়াও আপনি চাইলে স্যানিটাইজার স্প্রে করে এটি জীবাণুমুক্ত করতে পারেন।
  • ডার্মা রোলার পরিষ্কার করার পাশাপাশি আপনি শরীরের যে ত্বকে এটি ব্যবহার করবেন সেই ত্বক ভালোভাবে জীবাণুমুক্ত করতে হবে। এজন্য প্রথমে ত্বকে স্যানিটাইজার অথবা জীবাণুম মুক্ত কারী কোন ওষুধ স্প্রে করে পরিষ্কার করে নিতে হবে এবং এর পাশাপাশি ডার্মা রোলারটিও জীবানুমুক্ত করে নিতে হবে।
  • এরপর ত্বকে ব্যবহারের জন্য প্রস্তুতি নিতে হবে। তবে এটি ব্যবহারের পূর্বে আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে যে ত্বকে অতিরিক্ত চাপ না দিয়ে হালকা ভাবে এই রোলার ব্যবহার করতে হবে। মাথায় বা শরীরের যে ত্বকে এটি ব্যবহার করতে চাচ্ছেন সেখানে কয়েকবার ঘষে ঘষে ব্যবহার করতে হবে। ত্বকের যে স্থানে ব্যবহার করবেন সেখানেই প্রথমে লম্বালম্বি এরপর আড়াআড়ি তারপর কোনাকুনি এই ডার্মা রোলারটি ব্যবহার করতে হবে।
  • ত্বকের যে স্থানে এটি ব্যবহার করবেন ব্যবহার শেষে ত্বকের সেই স্থানগুলোতে মিনোক্সিডিল স্প্রে করে তারপর হাত দিয়ে ভালো করে ঘষে ঘষে লাগাতে হবে। তাহলে এটি ব্যবহার করা সার্থক হবে কেননা ডার্মা রোলার ব্যবহারের পর এই মিনোক্সিডিল ব্যবহারের ফলে খুব দ্রুত চুল গজাতে সাহায্য করে।
  • সপ্তাহে ২-৩ বার এই ডার্মা রোলার ব্যাবহার করা যাবে। তাই কেউ যদি সপ্তাহে ২ বার এই ডার্মা রোলার ব্যবহার করতে চান তাতেও কোন সমস্যা নাই এবং কেউ যদি সপ্তাহে ৩ বার ব্যবহার করেন তাতেও কোন সমস্যা নাই। তবে এর বেশি ব্যবহার করবেন না। আর যদি ব্যবহার করতে চান তাহলে প্রথমে ডাক্তারের পরামর্শ নিতে হবে তারপর ব্যবহার করতে হবে।

ডার্মা রোলার এর দাম

ডার্মা রোলার এর দাম সম্পর্কে এবার জেনে নেওয়া যাক। ডার্মা রোলার এর এর যাবতীয় উপকারিতা সম্পর্কে আমরা উপরে জেনেছি এবার আমরা জানবো এটির দাম সম্পর্কে। ডার্মা রোলার বেশ কয়েকটি দৈর্ঘ্যের হয়ে থাকে। তাই এর দামও ভিন্ন ভিন্ন। আমাদের ত্বকে ব্যবহারের জন্য এটি কয়েকটি ভাগে ভাগ করা যায়।

ডার্মা-রোলার-ব্যবহার-করার-উপকারিতা-ও-অপকারিতা
০.৫-১.৫ মিমি দৈর্ঘ্যের ডার্মা রোলার এর দাম হলো ১৯০-২১০ টাকা পর্যন্ত। তবে এই উল্লেখিত দাম সব সময় এক নাও থাকতে পারে। কেননা এগুলোর দাম পরিবর্তনশীল। পরবর্তীতে এই উল্লেখিত দাম গুলোর চাইতে কম বেশি হতে পারে। আপনি যদি কোন দোকান থেকে এটি কিনতে চান তাহলে এই উল্লেখিত দামের ভিতরে পাওয়া যাবে বলে আশা করা যায়।

তবে আপনি যদি অনলাইন থেকে অথবা অনলাইনে কোন পেজ থেকে এটি ক্রয় করতে চান তাহলে এর থেকে বেশি দাম রাখতে পারে কেননা আপনারা জানেন যে অনলাইন কোন পণ্য কিনতে হলে সেখানে ডেলিভারি চার্জ এর প্রয়োজন হয় এর পাশাপাশি পণ্যের ও দাম হয়ে থাকে।

ডার্মা রোলার ব্যবহার এর ক্ষতিকর দিক

ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা ও অপকারিতা ডার্মা রোলার ব্যবহার এর ক্ষতিকর দিক সম্পর্কে আমাদের জানা জরুরি কেননা যদি কখনো আমরা এটি ব্যবহার করতে চাই তাহলে এর ক্ষতিকর দিকগুলো সম্পর্কে জেনে নিতে হবে। ডার্মা রোলার এর ক্ষতিকর দিক সম্পর্কে বলতে গেলে আসলে এর উল্লেখযোগ্য কোন ক্ষতিকর দিক নেই। তবে এই ডার্মা রোলার ব্যবহারের বেশ কিছু নিয়ম রয়েছে যেগুলো নিয়ম মেনে আপনাকে ব্যবহার করতে হবে।

যদি আপনি ব্যবহারের জন্য নিয়মগুলো অনুসরণ না করেন তাহলে উপকারের বদলে ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এটি যখন ব্যবহার করবেন তখন ডার্মা রোলার সহ ত্বকের স্থানে স্যানিটাইজার বা জীবাণু মুক্তকারী ওষুধ দিয়ে ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। নয়তো এই জীবাণু থেকে পরবর্তীতে ইনফেকশন হওয়ার সম্ভাবনা থেকে যায়।

তাই ব্যবহারের পূর্বে এটি অবশ্যই ভালো হবে জীবন মুক্ত করে নিবেন। আর মাথায় বা ত্বকে ব্যবহারের সময় বেশি চাপ দিয়ে ব্যবহার করা থেকে বিরত থাকবেন।কেননা সামান্য চাপ দিয়ে ব্যবহার করলে এটি থেকে পরিপূর্ণ উপকারিতা পাওয়া যাবে। আর যদি বেশি চাপ দিয়ে এই ডার্মা রোলার ব্যবহার করতে যান তাহলে ত্বকের ক্ষতি হতে পারে।

ডার্মা রোলার ব্যবহারের সঠিক নিয়ম সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। যদি ডার্মা রোলার ব্যবহারের সঠিক নিয়ম জেনে না থাকেন তাহলে উপরের আলোচনা থেকে সম্পূর্ণ জেনে নিন এবং তারপর ব্যবহার করুন তাহলেই পরিপূর্ণ উপকারিতা পাবেন বলে আশা করা যায়।

লেখকের শেষ কথাঃ ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা ও অপকারিতা

ডার্মা রোলার ব্যবহার করার উপকারিতা ও অপকারিতা সম্পর্কে উপরে বিস্তারিত আলোচনা করা হয়েছে। সেই সাথে ডার্মা রোলার সম্পর্কে যাবতীয় তথ্য এবং এটি ব্যবহারের নিয়ম এবং দাম সম্পর্কেও বিস্তারিত আলোচনা করা হয়েছে এই আর্টিকেলে।

প্রিয় পাঠক, আর্টিকেলটি পড়ে যদি আপনি উপকৃত হন তাহলে অন্যদের মাঝে শেয়ার করে দিন যারা এটি সম্পর্কে জানতে আগ্রহী। এছাড়া অন্যান্য বিষয়ে সঠিক তথ্য পেতে ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করার আমন্ত্রণ রইল। এতক্ষণ ধৈর্য সহকারে আর্টিকেলটি পড়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

অর্ডিনারি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url